মাসদাইরে তীব্র গরমে ক্যাপ, ছাতা নিয়ে মানুষের কাছে রোজিনা আক্তার

শেয়ার করুণ

তীব্র গরমে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও জনজীবন বিপর্যস্ত। সূর্যের প্রখর তাপের পাশাপাশি বাতাসের আদ্রতায় অস্বস্তি বড়েছে। গরমের তীব্রতার কারনে দেশজুড়ে চলছে হিট এলার্ট। প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেন না কেউ। তারপরও জীবন জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন গরমে তাদেরও জীবন হাস-ফাস। এসব মানুষেত কথা বিবেচনায় নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন লেডি করোনা হিরো খ্যাত এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য ও বিএনপি নেত্রী রোজিনা আক্তার রোজি।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাসদাইর বেকারীর মোড় এলাকায় এলাকার মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা,মুচি ও দিন- মজুর মানুষের মাঝে ছাতা, ক্যাপ বিতরন করেন সাবেক এই জনপ্রতিনিধি।

সাবেক এই জনপ্রতিনিধি বলেন, আমি জনগনের সুখ- দু:খে পাশে ছিলাম, এখনও থাকার চেষ্টা করছি, আগামীতেও করে যাব। দেশের এই বৈরী আবহাওয়ায় যারা জীবন-জীবিকার তাগিদে বাহিরে এসেছেন তাদের পাশে থাকার ক্ষুদ্র একটা প্রয়াস। আমি আমার ক্ষুদ্র সামর্থের আলোকে বিবেকের তাড়নায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদের কাছে আহবান আপনারাও আপনাদের সামর্থের আলোকে এগিয়ে আসুন।

নিউজটি শেয়ার করুণ