মৌমিতা বাসের চাপায় ঢাকা-না.গঞ্জ লিংক রোডে এনজিও কর্মীর মৃত্যু

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘড় কড়ইতলা এলাকায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম মো: মাজহারুল হক বাবলু (৪০)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ এলাকায় থাকতেন।

মো: মাজহারুল হক বাবলু একটি এনজিওতে মাঠ পর্যায়ের কর্মী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

নিহতের সহকর্মী ওহিদুল বলেন, ‘আমরা দুজনেই একটি এনজিওতে মাঠ পর্যায়ের কর্মী। আজ দুপুরের দিকে আমরা দুজনেই বাড়ি ফিরছিলাম। এ সময় ফতুল্লার ভুইঘর কড়ই তলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার মুহূর্তে মৌমিতা পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মাজহারুল। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসা জানান সে আর বেঁচে নেই’।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুণ